THE BEAUTY OF DIGITAL ART

Art is the source of beauty when it comes from the deep of heart . Art is always a great expression of a man or woman to whom we named as an Artist. Here I will produce before you some beautiful works which are done by my daughter Sumedha.

আবার যদি জন্ম নিতাম

আবার যদি জন্ম নিতাম

দুশো বছর আগে জন্ম নিতে পেরে আমি সহজেই দশের এক হতে পেরেছিলাম , দু’শ বছর পরে জন্মালে আমি হয়তো তোমাদের কাছে অপাংক্তয় , অপ্রাসংগিক হয়ে পড়তাম । আজ যে তোমরা এতো আদর যত্ন করছো ? ফুলের মালায় ভরিয়ে দিচ্ছো ? কত শত বাক্ বিন্যাসে কবিতা গানে প্রশংসা করছো ? – এতো আমার পরম সৌভাগ্য ! ক’ জনের ভাগ্যে জোটে এমন সম্মান ? ভাগ্যিস জন্মে ছিলাম সে যুগে ! যখন বর্ণাক্ষর জ্ঞানের জন্য পাঠশালা যাওয়ার তাগিদ ছিল না মানুষের ! কবিগান , টপ্পা খেউর শুনেই রাত কেটে যেতো মহা আনন্দে , কিসের জন্য শিখতে যাবে লেখাপড়া! তবুও কী জানি মনে হলো , দেশের মানুষগুলো কী কুকুর বিড়ালের মত জীবন কাটাবে ? জ্ঞান হীন অন্ধকারের গভীর সমুদ্রে নিমজ্জিত থাকবে ? দেখায় যাক না এরা যদি অক্ষর জ্ঞান শিখে , গল্পে উপদেশগুলো পড়ে একটু মানুষ হয় কি না ! তাতে দেশের অবলাগুলো অন্তত শান্তিতে বাঁচতে পারে ।

আমার কালের মেয়েদের কী কোনো সুখ শান্তি ছিল! ঘরের চার দেয়ালের বাইরে যাওয়ার অধিকার তো মূর্খ পুরুষ জাতি গায়ের জোরে কেড়ে নিয়েছিল, শুনেছ তো কত বালবিধবা সমাজের নিষ্ঠুর নিয়মে অকালেই পরপারে পাড়ি দিতে বাধ্য হতো , ভাগ্যিস উদার হৃদয় রামমোহন জন্মেছিলেন এ দেশের মাটিতে ! জান তো কত শত অবলারা মৃত স্বামীর সাথে চিতায় দগ্ধ হয়েছে , ভাবলে গা শিরশিরিয়ে ওঠে ; কী ভয়ানক ছিল সেসব দিন ! কী ভয়ানক নিষ্ঠুর ছিল মানুষ ! না কী অশিক্ষা বশত অজ্ঞতা ? আমি আর তাদের জন্য কী করেছি ? বলতে পারো আমি এসে ঐ সব বাল বিধবাদের কিছুটা সুখের জন্য নতুন করে জীবন শুরু করার সাহস জুগিয়েছি , কিন্তু সেকালে ত আমার পাশে কেউ কেউ দাঁড়ালে – ও শেষ অব্দি আমার পাশের জন চুপিসারে লুকিয়ে পড়েছে , দেখ তো কী ভয়ানক নিষ্ঠুর সমাজ আমাদের! কী পাষাণ হৃদয় এসব মানুষ ! এসব শুনে কী মনে হয় তোমাদের – আমরা সেকালে ভালো ছিলাম ?

হ্যা , একটা মানুষ , সে নিরক্ষর হয়েও মানুষের ওই স্বার্থপর মনটাকে বদলাতে এসেছিল, দক্ষিনেশ্বরে । নদের নিমাই এর মতো সেও ছিল ত্যাগী মানুষ , নিমাই ছিল পন্ডিত , আর এ ছিল অকাট মূখ্য , কিন্তু অন্তর্জ্ঞানী । হ্যাগো ! কত পন্ডিত লোক তার পায়ের তলায় বসে শিক্ষে নিতো । কেশব , মহেন্দ্রলাল , গিরীশ , সিমলার বীরে , আরও কতো পন্ডিতপ্রবর তার কাছে গেলেই মূক হয়ে যেতো , আমিও । কী অসাধারণ ছিল তার বাকবিন্যাস , উপমা , কথা যেন ছবি হয়ে ধরা দিত চোখের সামনে। বারাঙ্গনাদের , নটীদের ওই পাগল ঠাকুর ই তো সমাজে উচ্চাসনে বসিয়েছিল । আজকের মেয়েরা কী সেলেব হতে পারতো সিনেমা থিয়েটারে কাজ করে ! যদি না ওই পুরুত বামুনটি নটী বিনোদিনীদের কাছে টেনে না নিতো ? ভাবতো একবার!

আবার দেখ, এ যুগে জন্মেও কী আমি শান্তি পেতাম! কেন বলছি একথা ? তোমরা ত সব ইংরেজি ভাষার গুনগানেই ব্যস্ত , ছেলে মেয়েদের ইংরেজি ইস্কুলে পড়াচ্ছো , মাতৃভাষা তো তাদের কাছে অধরায় থেকে যাচ্ছে ? মাতৃ দুগ্ধ সম বাংলাভাষা না শিখলে কী জ্ঞানী গুণী হওয়া যায় , একবার ভাব তো ! কেমন অবাঞ্ছিত করে রেখেছো তোমার আপন মাত্তৃসত্তাকে ? এ যেন অনেকটা নিজের জন্মদাত্রীকেই অবহেলায় অসন্মাণে ভিখেরি করে রেখেছো ! ঠুনকো মান সম্মান অর্থ বিত্তের জন্য কেন প্রতারণা করছো নিজের মাতৃভাষাকে ? জানিনা এ অধিকার তোমরা কোথায় থেকে পেলে , এমন পাষাণ হৃদয় নিয়ে বাঁচা যায় , কিন্তু বড় হওয়া যায় কী ! তোমাদের কালে জন্মালে এসব দেখে তো কষ্ট হতো । শুধু কী তাই ? মেয়েদের যোগ্য সম্মান কী তোমরা দিতে পেরেছো ? হামেশাই তো তারা নির্যাতীত ? বলাৎকারের শিকার । পুরুষের আদিম কামনার লোলুপ দৃষ্টির পাশবিকতায় আক্রান্ত , পীড়িত । তোমরা কি ভুলে গেছো বীরের ধর্ম ! হারিয়ে ফেলেছো প্রতিবাদের ভাষা ! ধিক্ তোমাদের ! আমি খুশি হবো যদি তোমরা নির্যাতীতের পাশে দাঁড়িয়ে বিনাশ কর অসুরদের । আমার জন্মদিন পালন তখনই সার্থক হবে যখন দেশ ও জাতি , সমাজের নারীরা স্বাধীনভাবে বিচরণ করবে।আর আমি পুলকিত হবো তখন , যখন তোমরা নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়াবে!

আমার অঙ্গের ধুতি চাদর তো তোমরা কবেই ভাসিয়ে দিয়েছো কালের স্রোতে , বাংলা ভাষাও তথৈবচ । সঙ্কুচিত জ্ঞানচর্চা ! আর মনুষ্যত্ব , মাতৃপ্রেম – তার আর এক নাম বৃদ্ধাশ্রম।

WHO AM I ? WHY AM I HERE ?

Who Am I ? Am I a body Or A Physical one like so many other things in this material World . What is more important – my body , or my mind , intellect , my internal world ? Ninety nine point nine percent people of this universe are busy in outer World – about physical interest like food , health, education, office works, business, marketing and so on. They don’t have time to think about self , like to know the inner World.

When anybody ask me ,’ Who are you?’ I generally reply , ‘I’m Dr. Sushil Rudra or I am Mr. Rudra’ . Such and such . Further I give my description that I am a citizen of India , I belong to Durgapur city of West Bengal. Or I say , ‘ I am a Professor of a college and teach literature. Even during introduction we refer to the age , father’s name, father’s profession, my qualification, the name of the University from which I passed. In any application fill up , you’re asked about your caste , religion and so on. T

his is peculiar when we have to produce Aadhar card or Voter identity as our identity. Whether I am married or not – this is obviously necessary for the job or in social appr hioach. But we don’t have the energy or inclination to know our inner self . we know many things about ourselves, but we don’t know who am I ? This question we never ask ourselves consciously. The man who is interested to know his inner self , he is actually proceeding towards God .

What we are faced with often is the basic question of ‘Who am I ? ‘ or ‘ What is it all about? ‘ Why should we be here ?’

Truly, the modern education can’t be able to answer such a question. Why should we come here ? What’s the purpose of coming here in this earth ? The answer of this question is not given by the modern educationists. Modern education system does not provide such kind of knowledge as it is not governed by Indian traditional thoughts of education. It is entirely motivated and also designed to keep mind the Western educational system. Rabindranath Tagore or Swami Vivekananda didn’t agree with this system of education . Both the Great men of India thought about the system where the western knowledge of science and Technology with the mixture of Indian traditional system of education both jointly will be imparted to the Indian boys and girls . As a result, the students must have been enriched with both internal and external World as well . Undoubtedly, this would have been a great and fabulous education system to be given all the Indian boys and girls . But it is not happened . Ultimately we have learnt half of the education, not fully done.

Modern education can’t enrich our internal world or have no tendency to go through the inward portion of our mind or self . Which it gives us that’s how we can be successful in material world. And by learnt it we have been running after the wealth , money , prestigious post , gorgeous private car , multi stories building etc . This ultimately kills your energy and times . The more you get the more you desire . We don’t know where to stop . Science and Technology can give you satisfaction by supplying energy, electricity, medicine , vehicles and so many amusing things , but 7 of science and technology enhancing and providing our material needs , simultaneously we are lagging behind from the knowledge of self – discovering. Truly, we are ignoring our soul , the atom of personal God which lives within us .