Greens are not Safe

0 each other , A flock of sheep is coming from the field , Some sparrows came sharp and keep flying over the sky like a trembling aeroplane, Two squirrels challenging each other crossed the yard of the house quickly and embrassing  the jackfruit tree , A shoal of fishes – hunting Herons sooping down to have fish for their lunch, Some of them waiting in despair on the bank of the pond like the idle native senior folks  not having any hunt , and The pigeons are cooing perhaps for any conspiration , Don’t know for what purpose .

The rows of the orange tree gardens are beside the street where oranges are glittering with full of juice heading down to the earth to sacrifice its energy for the mankind , Till not dropped down on the plane , Perhaps they’re waiting for dripping, The Papaya trees stand there in a same manner, The mango trees still standing at their own place , As if maintaining the silence , unheard of the yellow sounds of Summer. Indian nightingale, Bau- Katha – Kao playing together And Their round spotted  decorative rears making a uniform sounds out of its different sounds , And on the trunks of the trees are kept a full plate of black mashrums , Besides , some refugees are making their rooms for living a peaceful life.

We don’t know why some business man whispering each other , And marking a field with their scale and map , Perhaps this green field gives birth to a big Mansion in the future. All the fields will no longer there to roam and play for the native children and the seniors . Save the green please.

Bengali Version:

হারিয়ে যেও না সবুজ

একদল চড়ুই পাখি মেহেন্দির ঝোঁপ থেকে উড়ে গেল আকাশে , প্রারম্ভিক যাত্রা কালে কম্পমান আকাশযানের মতো জড়তা নিয়ে – , দুটো কাঠবিড়ালী একে অপরকে ধেয়ে চলে তড়িৎবেগে ওই প্রাচীন কাঁঠাল গাছের বিশালকার গুঁড়িটার দিকে বিদ্যুৎবেগে, সম্ভবত কিছু খাবারের সন্ধানে । মাছ খেকো বকগুলো বিমর্ষ হয়ে অপেক্ষমান বড় পুকুর পাড়ে একই উদ্দেশ্যে , ঠিক যেন অপেক্ষমান গ্রাম্য বুড়োর দল বন্ধুদের সাহচর্য পাওয়ার আশায় । আর কবুতরের দল নিস্তব্ধতার বুকের উপর যেন হাতুড়ি মেরে সজাগ করে দেয় পরিবেশকে ।

পাহাড়ি রাস্তার দুদিকে সারিবদ্ধ কমলা লেবুর গাছগুলো রাশি রাশি কমলা তার পরিপূর্ণ সুগন্ধি সুবাস নিয়ে বৃন্তকে জড়িয়ে ধরে , ঘাড় উঁচিয়ে মাথা নিচু করে ঝুলে রয়েছে তাদের শরীরের যৌবন উদ্ভাস নিয়ে, এখনও বৃন্ত চ্যুত হয়নি তারা , – হয়তো হবে এমন ভাবনায় অপেক্ষমান । পেঁপে গাছগুলো একই রকম ভাবে পরপর দাঁড়িয়ে । মূক নীরবতা পালন করছে আম গাছগুলো কালের সাক্ষী হয়ে । হয়তো কয়েক পুরুষের সাক্ষী এরা । গ্রীষ্মের হলুদ চাদরে ঢাকা আদিগন্ত, বউ – কথা – কও পাখিরা রঙ বদলের খেলায় মেতেছে, লাল টিপ মোড়া রঙ বাহারি লেজের স্পন্দনে হাজার শব্দের সুর মিলিত হয়ে ঐক্য তান রণিত হচ্ছে, আর গাছের গুঁড়ির উপর এক প্লেট কালো মাশরুম উঁকি দিচ্ছে , যে রাস্তা দিয়ে সবুজ ফড়িংগুলো ভ্রমণে বেড়িয়েছিল তা তাদের পরশে মখমলের মত নরম পেশমী চাদরের রূপ ধারণ করলো , আমি অবাক বিস্ময়ে হতবাক হয়ে গেলাম ‌। এছাড়া ছড়িয়ে ছিল দুর্মর কঠিন শুকনো বিবর্ণ খসে যাওয়া শামুকের আভরণ , যার উপর দাঁড়িয়ে নিচু স্বরে কথা বলছিল কিছু সন্দিগ্ধ মানুষ । বস্তুত , আমি বিশ্বাস রাখতেই পারি ওই কাকগুলো কিম্বা চতুর ইঁদুর গুলোর উপর , কেননা লোভী মানুষ মাপজোক করছে সবুজের এ প্রান্ত থেকে ও প্রান্ত ব্লু প্রিন্টের উপর চোখ রেখে ।।

12 thoughts on “Greens are not Safe

  1. Thanks for following Art and Tulips…I can see we have things in common. Peace, love, courage…Molly at Art and Tulips

    Liked by 1 person

Comments are closed.